রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাও পৌর আ.লীগের উদ্যোগে বৃহস্প্রতিবার বিকেলে জাতীয় শোকদিবস শুরুর আগে দুর্বৃত্তরা মঞ্চ,ব্যানার,চেয়ার ভাংচুর,বিদ্যুতের লাইন বিছিন্ন করে ফেলে দেয়। শোকদিবসের নিদিষ্ট সময়ে আগে দুর্বৃত্তরা দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে উপজেলা আ.লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু সাংবাদিকদেরকে জানান। এর পূর্বে বুধবার ভোররাতে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সামছুল হক মিজানের বাসভবনে ককটেল বিস্ফোরণ,ইটপাটকেল নিক্ষেপ,বিদ্যুৎতের লাইন বিছিন্ন করে ফেলে।
জানা যায় বৃহস্প্রতিবার বিকেল ৪টায় পৌরশহরের জিয়া অডিটোরিয়ামে উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় শোকদিবসে আলোচনা সভা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ, শোকর্যালী কর্মসূচী দেওয়া হয়। উপজেলা আ.লীগের নেতারা কর্মসূচীর দু.ঘন্টার আগে অডিটোরিয়ামে উপস্থিত হয়ে মঞ্চ,ব্যানার,৫/৬টি চেয়ার ভাংচুর,অডিটোরিয়ামে বিদ্যুৎ লাইন বিছিন্ন দেখতে পায়।
উপজেলা আ.লীগের সভাপতি সফিক মাহমুদ জানান দলীয় কোন্দলের জের একটি মহল ভাড়াটে দুর্বৃত্তদের দিয়ে জাতীয় শোকদিবসে আলোচনা কর্মসূচী ভন্ডল করার চেষ্টা করছেন। বাধা-বিপত্তি এড়িয়ে শোকদিবস পালন করেছি। তিঁনি জানান খোন্দাকার মোস্তাকের অনুসারীরা উপজেলা আ.লীগে অনুপ্রবেশ করে দলীয় কর্মসূচী পালনে বাধা দেয়।
উপজেলা আ.লীগের সহ-সভাপতি সামছুল হক মিজান জানান তার বাড়ির পাশে স্কুলে শোকদিবস পালনে উপজেলা এক নেতাকে অতিথি না করায় অনুষ্ঠানের পূর্বে রাতে তার বাসভবনে ককটেল হামলা, ইটপাটকেল নিক্ষেপসহ বিদ্যুৎতের লাইন বিছিন্ন করে।
জেলা আ.লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম জানান বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ভন্ডলের চেষ্টা কারীরা কখনও বঙ্গবন্ধুর আ.লীগ নেতা কর্মি নহে। গত ৫বছর আগে তাদের রাজনীতি পরিচয় কি ছিল?
জেলা পরিষদের চেয়ারম্যানও জেলা আ.লীগের সহ-সভাপতি মো: শাহজাহান জানান অডিটোরিয়ামটি জেলা পরিষদের। সরকারী সম্পত্তি ক্ষতি আর বাঙ্গালী জাতীর অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ভন্ডলের চেষ্টা কারীরা কখনও আ.লীগ হতে পারে না।
থানা পুলিশ জানান এমন ঘটনায় দলীয় ভাবে কেউ অভিযোগ করেননি। পুলিশ পাহারা জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
।