রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আকারতমা গ্রামে শুক্রবার বিকেলে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসি যুবায়ের হোসেন জসিমের বসত বাড়ি ভাংচুর,লুটপাটসহ ৪জনকে আহত করা হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সৃষ্ট ঘটনায় প্রবাসি বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা করেন।
সূত্রে জানান নাগমুদ গ্রামের জুয়েল হোসেনের সাথে প্রবাসি যুবায়ের হোসেনের ছোট ভাই মাসুদের সাথে ব্যবসায়ী লেন-দেন রয়েছে। এরই জের ধরে মাসুদ গত ৩বছর যাবত বাড়ি হতে উদ্ধাও হয়ে পড়েছে। মাসুদকে না পেয়ে জুয়েল হোসেন দলবল নিয়ে মাসুদের বড় ভাই সদ্য বিদেশ ফেরত জুবায়ের হোসেনের বাসভবনের গ্লাস ভাংচুর করে। এ সময়ে বাধাদিলে হামলাকারীরা চড়াও হয়ে প্রবাসী যুবায়ের হোসেন তার পিতা জয়নাল আবেদীন,স্ত্রী জুবায়েদাকে আহত করেন।
যুবায়ের হোসেন জানান হামলাকারীদের সাথে তার কোন বিরোধ ছিল না। তার ছোট ভাই মাসুদ আলমের সাথে জুয়েলের লেন-দেন রয়েছে। ছোট ভাই সাথে আর্থিক লেনদেন থাকলেও তাহা তার বিষয় নহে। তিনি জানান শুক্রবার বিকেলে প্রতিপক্ষ ভাড়াটে লোকজন নিয়ে তার বসত বাড়ি ভাংচুর করেন। বাধা দিলে ভাড়াটে দুর্বৃত্তরা তার পরিবারের উপর হামলা করেন এবং স্ত্রীর শ্লীলতা চেষ্টা করেন। এ সময়ে বাসভবনে রক্ষিত নগদ ৭লাখ টাকা,৫ভরি স্বর্ণলংকার লুটে নেয়।
জুয়েল হোসেন ঘটনাটি অস্বীকার করে বলেন যুবায়ের হোসেনের ভাই মাসুদ তার ঢাকার ব্যবসায়ী পার্টনার ছিলেন। মাসুদ তিন বছর আগে তিন কোটে টাকা নিয়ে উদ্ধাও হয়ে যায়।
পাওনা টাকার কারণে মাসুদের বাড়িতে তার স্বজনদের কাছে গিয়েছি। যুবায়ের হোসেনের অসভ্য আছরণে তার সাথে লোকজন ক্ষীপ্ত হয়ে ভবনের গ্লাস ভাংচুর করেন।
মামলা তদন্তকারী অফিসার এসআই কাউসারুজ্জামান জানান সৃষ্ট ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।