মোঃ অালী হাসান: পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল। বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি
অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, মোহাম্মদপুর
ইউনিয়ন সম্পাদক জাহিদুর রহমান রাব্বু, পৌর ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, পৌর যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ আহম্মেদ, ৯নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল হোসেন প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।