নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ নজিবুল ইসলাম (৩০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ- পরিদর্শক আব্দুল মোত্তালেব প্রধান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার তিস্তা নদীর খেঁয়াঘাট থেকে গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নজিবুল ইসলাম বেলকা ইউনিয়নের পূর্ব-বেলকা গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র ও চিহ্নিত গাঁজা ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী নজিবুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।