এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৬টি বন্দুক, ১০টি কার্টুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়। বুধবার ব্রিজবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- উপজেলার চরখিল এলাকারা আব্দুল মোতালেবের ছেলে নেছার (২৬), সাহাব উদ্দিন (৪০), মনছুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৯), আলা উদ্দিনের ছেলে জামশেদ হোসেন (২০), শাহজাহানের ছেলে বাহার উদ্দিন (৩৫), ওজি উল্যার ছেলে দোলোয়ার হোসেন (৪২)ও তহসিল আহমদের ছেলে মাহমুদুল হক (৫৮)। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. মাহবুবুল আলম শাকিল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তি ভোরে ব্রিজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি দোকানে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি’সহ ৭ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।