ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনির উৎপাদনের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক পাথর উত্তোলন করে খনিটির পাথর উৎপাদনের এক নতুন রেকর্ড গড়েছে খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
গত রবিবার সকাল ৭ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত একদিনে তিন শিফটে পাথর উত্তোলন করা হয়েছে প্রায় ৫ হাজার ৩ শত ২৭ মেট্রিক টন। যা পাথর খনির উৎপাদনের প্রায় ১ যুগের ইতিহাসে একদিনে এত পরিমান উৎপাদনের কোন রেকর্ড নেই।
খনি সুত্রে জানাজায়, বেলারুশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর খনির দায়িত্বভার গ্রহন করে ২০১৪ ইং সালের ২০ ফেব্রুয়ারী পাথর উৎপাদন শুরু করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৭ মাসের মাথায় খনি থেকে তিন শিফটে পাথর উত্তোলন শুরু করে। পাথর খনিতে তিন শিফট চালু করে প্রতিদিন পাথর উৎপাদন গড়ে প্রায় সাড়ে ৪ হাজার টন ছাড়িয়ে যায়। কিন্তু খনির স্টোপ নির্মান এবং উন্নয়নের জন্য বিদেশী যন্ত্রপাতি এবং যন্ত্রংশের অভাবে জিটিসিকে প্রায় ২ বছর খনির উৎপাদন ও উন্নয়ন কাজ বন্ধ রাখতে হয় । জিটিসি পাথর খনির দায়িত্বভার গ্রহানের পুর্বে পাথর খনিতে তিন শিফটে উৎপাদনের কোন রেকর্ড ছিলনা ।
খনির একটি সুত্র জানায়, বিশ্ব মানের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি এবং যন্ত্রাং আমদানীর পর ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি খনির নতুন স্টোপ নির্মাণ, উন্নয়ন ও পাথর উৎপাদনের কাজ একই সাথে চালিয়ে যাচ্ছে। প্রতিমাসে ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জিটিসি’র বিদেশী খনি বিশেষজ্ঞ, দেশী প্রকৌশলী এবং প্রায় ৭ শত খনি কর্মী কাজ করে যাচ্ছেন। যারই চলমান উৎপাদন প্রক্রিয়ায় তিন শিফটে এক দিনে ৫ হাজার ৩ শত ২৭ মেট্রিক টন পাথর উৎপাদন খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে জিটিসি আশার আলো দেখিয়েছে।
উল্লেখ্য গত ২০০৭ সালের ২০ মে মধ্যপাড়া পাথর খনি বাণিজ্যিক উৎপাদনে যায়। তিন শিফটে প্রতিদিন সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করে উৎপাদন শুরু করা হলেও প্রতিদিনি মাত্র এক শিফটে পাথর উৎপাদন সীমাবদ্ধ ছিল ৭ থেকে ৮ শত টনের মধ্যে। ফলে খনিটি প্রায় শত কোটি টাকা লোকসানের মুখে পড়ে।