এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু তাহের (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি রিভেলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একটি পরিত্যাক্ত ব্রিকফিল্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তাহের চরকাউনি গ্রামের আব্দুল মতিনের ছেলে। নোয়াখালী ডিবি পুলিশের ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্ডারচর এলাকার একটি পরিত্যাক্ত ব্রিকফিল্ডে অভিযান চালানো হয়। এসময় একটি ঘর থেকে অস্ত্র ও গুলি’সহ আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা রয়েছে। এই ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে।