অাফিফ পেয়ার, বিশেষ প্রতিনিধি, চবি :- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বর্ষে ভর্তির আবেদন পহেলা (০১) সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ২৫ শে সেপ্টম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (একাডেমিক শাখা) এস এম আকবর হোছাইন এসব বিষয় নিশ্চিত করেন। এবারের এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণে পূর্ব যে যোগ্যতা ছিল তা শিথিল করতে পারে । তবে ভর্তির আবেদনের জন্য ফি ৪৭৫টাকা অপরিবর্তিত রয়েছে। তাছাড়া এবার বেশকিছু বিভাগে আসন সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। চবিতে অাসন সংখ্যা প্রায় ৪৫০০।