মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি,
নওগাঁর আত্রাইয়ে মাত্র আধা কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে
পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আত্রাই উপজেলা পরিষদ থেকে
বেইলি ব্রিজ পর্যন্ত এই রাস্তা দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে
চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকার জনসাধারনের উপজেলার সাথে
যোগাযোগের একমাত্র রাস্তা এটি। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত
রিকশা, ভ্যান ও মোটরযান চলাচল করে। উপজেলা পরিষদ এলাকার সব
ব্যবসায়ীদের পণ্য ও ট্রাকে এ রাস্তা দিয়ে পরিবহন করতে হয়।
রাস্তার বিভিন্ন স্থানে কারপেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টিতেই পানি জমে। আত্রাই উপজেলার বিশিষ্ট এস এম আলম
বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা
ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা
প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান বলেন, উপজেলার সাথে
যোগাযোগের একমাত্র রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। রাস্তাটি গত
বন্যায় আরো বেশি নষ্ট হয়েছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে
অবহিত করা হয়েছে। তারা দ্রুত এটি সংস্কার করার আশ্বাস দিয়েছেন। এ
ব্যাপারে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী
হামিদুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
বিভিন্ন রাস্তা সংস্কারের টেন্ডার হয়েছে। সেগুলোর কাজও শুরু হবে এবং
পর্যায়ক্রমে সব রাস্তাই সংস্কার করা হবে।