বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
সমতল আদিবাসীদের জন্য আদিবাসী মন্ত্রালয় ও পৃথক ভুমি কমিশন, সরকারী চাকরীতে ও উচ্চ শিক্ষায় আদিবাসীদের জন্য কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখা। গত রোববার বনপাড়া বাজার পৌর চত্বরে প্রায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে দুই শতাধিক আদিবাসী ছাত্র অংশগ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্ত্রীয় ছাত্রপরিষদের সদস্য সজল পাহান, জেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রদিপ লাখরা, জাতীয় আদিবাসী পরিষদের লালপুর শাখার সাধারন সম্পাদক কাজল বাগদি, জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম শাখার সভাপতি যাদু কুমার দাস, সাধারন সম্পাদক শিবেন্দ্রনাথ মাহাতো। মানববন্ধনে বক্তাগন চলমান কোটা সংস্কারে আদিবাসী কোটা বন্ধ না করার দাবী জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের নিকট স্বারকলিপি প্রদান করেন আদিবাসী নেতৃবর্গ।