বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ওজনে কম দেওয়ার দায়ে ডিলারের ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ বন্ধ করেছেন ইউএনও আনোয়ার পারভেজ। সোমবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর বাজারে ডিলার ওয়াশিমুল বারীর চাউল বিতরণকালে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে, নির্ধারিত কার্ডের মাধ্যমে দশ টাকা কেজি দরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে চাউল বিতরণ গত সোমবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মকলেচ আল আমিন। উদ্বোধনের পরপরই ইউএনও’র নিকট চাল কম দেয়ার মৌখিক অভিযোগ করেন স্থাণীয় কিছু ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তিনি কয়েক জনের চালের ওজন পরীক্ষা করে সত্যতা পাওয়ায় তাৎক্ষনিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ওই ডিলারের বিরুদ্ধে চাউল বিতরণ বন্ধ করাসহ কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন।
ডিলার ওয়াশিমুল বারি বলেন, ট্রাক থেকে চাউলের বস্তা নামানোর সময় কিছু বস্তা ফেটে যাওয়ায় চাউল পড়ে যায়। যার কারণে ওই সকল ফেটে যাওয়া বস্তায় চাল কম থাকতে পারে।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, চাল যাতে ওজনে কম দিতে না পারে তার জন্য নির্ধারিত বস্তা করে দেওয়া হয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী নানা কৌশলে ওজনে কম দিয়ে দরিদ্র মানুষকে ঠকাচ্ছে। তিনি বলেন, সব ডিলারের দিকে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হয় না। তবু যদি গ্রহিতারার সজাগ হয়ে বিষয়টি আমাকে জানায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।**