নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে হাতি দিয়ে চাঁদা করছে এক শ্রেনীর হাতি পালকগণ।
সরেজমিনে দেখা যায় যে, উপজেলার মজুমদারহাটে বৃহঃপতিবার সন্ধার কিছু আগে হাতি ও হাতির সাবক দিয়ে চাঁদা আদায় করছে একজন হাতির মাউথ।
এসময় হাতির মাউথকে চাঁদা উঠনোর জন্য স্থানীয় বাজারের জনসাধারণ নিষেধ করলে হাতি পরিচালনা কারী তাদের বিরুদ্ধে হাতিকে লেলিয়ে দিয়ে ভয়ভিতি প্রদর্শন করে। এবং হাতির মাউথ সকলকে উদ্দেশ্য করে বলে উঠে আমরা প্রশাসনকে ম্যানেজ করে এসেছি। কেউ আমাদের কিছু করতে পারবে না।
এব্যপারে মজুমদার হাট বাজারেরদোকান মালিক লাবলুর সাথে কথা হলে তিনি আক্ষেপ করে বলে কি করব ভাই স্বাধীন দেশে চাঁদা দিয়ে থাকতে হয়।
এ অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বসাধারনের বিশেষ করে দোকান মালিকদের দাবি অনতি বিলম্বে যেন বন্ধ করা হয় এ চাঁদাবাজি।