নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায়
ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত
রাতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার তারাশী ব্রিজ থেকে
তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের পালন
দাড়িয়ার ছেলে স্বাধীন দাড়িয়া (২২), আব্দুল আজিজ দাড়িয়ার ছেলে মেহেদী
হাসান আকাশ (২৩) ও আলী গাজীর ছেলে মনির গাজী (২৫) ।
কোটালীপাড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুল ফারুক জানান,
তারাশী ব্রিজে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ
সেখানে অভিযান চালায়। এ সময় ২০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এর মধ্যে
স্বাধীন দাড়িয়ার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা
রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার
আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।