সেলিম হায়দার, তালা :
খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় সড়কদুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকেএ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলা খেশরাইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামের শেখ আব্দুররশিদের পুত্র শেখ ওহেদুজ্জামান রানা (৩০) ও শেখরাহাতুজ্জামান রাহাদ (২৫)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিলহোসেন বলেন, ওহেদুজ্জামান ও রাহাতুজ্জামানমোটরসাইকেলে চড়ে খুলনা থেকে তালার গ্রামেরবাড়ির দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলেরআগে একটি অ্যাম্বুলেন্সও একই দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা রোডে কাজ করাএকটি ট্রাকের সঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়কেরঝিলেরডাঙ্গায় অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেঅ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে।ঘটনাস্থানেই মোটরসাইকেল আরোহী দুইভাইয়ের মৃত্যুহয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্যআহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য খুলনামেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পারিবারিক সূত্রে জানে গেছে, বাদ জুম্মা জানাজার পরপারিবারিক কবরস্থানে দাফন হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীশেখ ওয়াহিজ্জামান রানা ছিলেন একজন তরুণউদ্যোক্তা। তিনি ঢাকার অটোমোবাইল কোম্পানিলুমিনা অ্যান্ড সাব্বির এন্টারপ্রাইজের মানেজারহিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি পানির ফিলটারমার্কেটিং কোম্পানি আরো ইন্টারন্যাশনালেরচেয়ারম্যান ছিলেন।। ওয়াহিজ্জামান রানা তার নিজগ্রাম শাহাজাতপুরে যুবকদের নিয়ে বিকিরণ নামেএকটি এনজিও প্রতিষ্ঠাতা করেন।
শেখ ওহেদুজ্জামান রানার ও তার ভাইয়ের মৃত্যতেতালা উপজেলা খেশরা ইউনিয়নে শোকের ছায়া নেমেএসেছে।