সেলিম হায়দার,তালা ॥
সাতক্ষীরা তালায় মিনা দিবস ২০১৮ পালিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপশহরে র্যালী শেষে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীণ।
সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, ইন্সেট্রেক্টর ঈমান আলী,সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম,ওবায়দুল্যাহিল আসলাম, দেবাশিষ দাশ, সঞ্জয় মন্ডল,আলমগীর হোসেন,মিজানুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।