সেলিম হায়দার,তালা ॥
সাতক্ষীরার তালার তেঁতুলিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিবস্ত্র লাশ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খুলনা-পাইকগাছা সড়কের তালার তেঁতুলিয় এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ঐ ক্ষেতের মালিক ধান দেখতে সেখানে গেলে তিনি প্রথম লাশটি দেখতে পেয়ে তালা থানা পুলিশে খবর দেন। পরে সেখান থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। অজ্ঞাত লাশটির মুখে দাড়ি ও উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। পুলিশ লাশের সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তি গত প্রায় এক সপ্তাহ ধরে ঐ এলাকায় ঘুরা-ঘুরি করছিল।