আরেফি সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বুরো বাংলাদেশের উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর )দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজের দু’শ গজ সামনে এই শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) রাজন, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার বসাক, এলাকা ব্যবস্থাপক সোহরাব হোসেন মন্ডল, শাখা ব্যবস্থাপক মতিয়ার রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা প্রমূখ। মানুষের আস্থা অর্জন করে ফুলবাড়ীর আর্থ-সামাজিক উন্নয়নে বুরো বাংলাদেশ কাজ করে যাবে বলে প্রধান অতিথির বক্তব্যে মাছুমা আরেফিন আশাবাদ ব্যক্ত করেন।