মোঃ অালী হাসান, পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতা মামলায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারীসহ চার নেতা-কর্মীকে আটক
করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বাঁশখুর গ্রামের, ইয়াকুবের ছেলে ইউসুফ (২৫)
ইউসুফের ছেলে আসাদুল
(৩৮), একই গ্রামের, আব্দুল
নুরের ছেলে আশরাফুল (২৮) ও জয়পুরহাট শহরের
শান্তিনগর এলাকার রহিমের ছেলে সুজাউল (৩৬)। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন বলেন আটককৃত আসামীরা কয়েক দিন পূর্বে
উপজেলার বাঁশখুর গ্রামের মসজিদে নাশকতার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালালে কৌশলে তারা পালিয়ে যায়। শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ঐ বাঁশখুর গ্রাম থেকে তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।