এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধিই যার বড় প্রমাণ।বঙ্গবন্ধু যুব সেন্টারের উদ্যোগে বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামে শুক্রবার রাত ৮টায় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার ৭২ তম শুভ জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচী আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ দোয়া অনুষ্ঠান কেক কাটা।আওয়ামী লীগ নেতা এমআর জামিল হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চিন্তা ও সাহসিকতায় দেশীয় অর্থায়নে এশিয়ার বৃহত্তম পদ্ধা সেতু আজ দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে চলছে এবং আগামীতে উন্নত দেশে উন্নীত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, সেতু, সড়ক নির্মাণসহ বিদ্যুতায়নের মধ্যদিয়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের শুরুতে দেশে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না, কলকারখানা বন্ধ ছিল। কিন্তু এখন শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। এখন দেশে খাদ্যের কোনও অভাব নেই।’ সব ষড়যন্ত্র মোকাবিলা করে নিজ দলের নেতাকর্মীদের নৌকার সমর্থনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য, বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এমআর জামিল হোসাইন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুব সেন্টার কেন্দ্রীয় নেতা মো. বাদশা মীর, আ.লীগ নেতা মো. তৌহিদ গাজী, কৃষক লীগ নেতা গাজী সিদ্দিকুর রহমান, আ.লীগ যুবলীগ নেতা বিপ্লব হাওলাদার, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. জামাল শরীফ, শরণখোলা প্রেসক্লাব সভাপতি বাবুল দাস, ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন মুনান ও যুবসেন্টার নেতা সোলায়মান হোসেন বাবু, ছাত্রলীগ নেতা আলি রেজা বাবু প্রমূখ। আলোচনা শেষে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে কেক কাটেন।
সভায় প্রধান অতিথি জামিল হোসাইন বলেন, গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে প্রতিটি সাধারণ মানুষের প্রত্যাশা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। দেশের সার্থে সকল গ্রæপিং ভূলে গিয়ে সকলে এক ব্যানারে প্রধানমন্ত্রীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে আগামী দিনেও নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষমতা শেখ হাসিনার হাতে তুলে দিতে হবে।