মোঃ অালী হাসান: পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম
গুলিতে এক সময় জমজমাট মাদক ব্যবসা ও সেবন চলতো।সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীরা দূর দূরান্ত থেকে ছুটে আসতো। ওসি ফরিদ হোসেনের নের্তৃত্বে
মাদকবিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড় হওয়ায় মাদকসেবী ও ব্যবসায়ীরা অনেকটা আতঙ্কিত।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের জন্য একাধীকবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।কাজের স্বীকৃতি স্বরুপ তিনি সম্মাননা স্বারক ও আর্থিক পুরস্কারে ভূষিত
হয়েছেন। থানা সূত্রে জানাগেছে,চলতি বছরের ১মে থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্তু মাদকবিরোধী অভিযানে ৫ মাসে ২৯০
জনকে আটক করেছে থানা পুলিশ।এর মধ্যে মাদকসেবী ১৭৫ জন। মাদক ব্যবসায়ী ১১৫ জনের মধ্যে ১৮ জন নারী।আটকৃত মাদকসেবীদের অধিকাংশ বগুড়া জেলার।সবচেয়ে বেশি মাদকব্যবসায়ী আটক হয়েছে উপজেলার বাগজানা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী উত্তর গোপালপুর গ্রাম থেকে।উদ্ধারকৃত
মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা,গাঁজা,হেরোইন,নেশা জাতীয় ইনজেকশান, চোলাই মদ ও মাদক
সেবনের সরঞ্জামাদী। মাদকবিরোধী অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করতে অভিনব কৌশল অবলম্বন করে থানা পুলিশ।পাঁচবিবি-হিলি
সড়কে চেক পোস্ট বসিয়ে দূর-দূরান্ত থেকে মোটর সাইকেল যোগে আসা মাদকসেবীদের ডাক্তারী পরীক্ষার
মাধ্যমে আটক করা হয়েছে।মাদকসেবীদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের
আটক করা হয়েছে।মাদকের মামলা হয়েছে বিগত বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফরিদ হোসেন বলেন,মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।পুলিশ সুপার ও
সহকারী পুলিশ সুপার(সার্কেল) কঠোর অবস্থানে রয়েছে। মাদকের ব্যাপারে কোন ছার ও তদবির চলবেনা।মাদকসেবীদের অনেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় তিনি সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানান।