সোহেল রানা,(হিলি),দিনাজপুর প্রতিনিধিঃ–
“ শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০১৮ পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বণঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়্ পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মো:-ফারুক-ই আজমএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষদের মাঝে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এসময় চার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।