বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আজম আলী ডিগ্রি কলেজের নবীন বরণ ও নতুন এ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। রোববার সকালে নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলী সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন এবং ১ম বর্ষের শিক্ষাথীদের ফুল দিয়ে বনণ করেন।
কলেজ মাঠে অত্র কলেজের গর্ভণিং বডির সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে নবীন বরণ ও নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এসএম আসাদউজ্জামান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও শিক্ষা শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আব্দুল মান্নান, ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাহেব আলী, আব্দুর রাজ্জাক সরকার, আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক আব্দুস সালাম, শাহ আলম প্রমূখ।**