জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে ১১ জনকে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার চেক ও বিপুল পরিমান ভুয়া প্রশন্নপত্র সহ রাজধানীর কল্যাণপুরে র্যাব-১০ এর হাতে আটক ১১ জনের মধ্যে একজনের বাড়ি ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। তার নাম সাদ্দাম। তিনি পীরগঞ্জ সরকারি কলেজ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তাকে সহ আটক ১১ জনকে মিরপুর মডেল থানায় সোপদ্দ করে র্যাব। রবিবার সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে আাদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাদল ফকির এর সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকায় র্যাবের হাতে সাদ্দম আটক হওয়া এবং তাকে ৩ দিনের রিমান্ড দেওয়া নিয়ে এলাকায় বিভিন্ন মহলে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশও তার বিষয়ে খোজ খবর নিতে শুরু করেছে বলে বিশ্বসত সুত্রে জানা গেছে।