মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে ৪৫তম জাতীয় স্কুল ও
মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধুলার চূড়ান্ত
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ
মাঠে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের মধ্যে ফুটবল ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয়। বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় বনাম
গোয়ালবাড়ী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলায়
বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় ২-০ ব্যবধানে
চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আত্রাই উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের
সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনন
উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ভবানীপুর
জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাহাবুবুর রহমান, নবাবে তাম্বু উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক বেলাল উদ্দিন শাহ,উপজেলা
একাডেমী সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।