স্পোর্টস ডেস্কঃ
স্প্রিন্টের রাজা থেকে পুরোদস্তুর ফুটবলার হয়ে ওঠা জ্যামাইকান ‘বজ্র বিদ্যুৎ’ উসাইন বোল্ট ইউরোপে পেশাদার ফুটবল খেলার সুযোগ পেতে যাচ্ছেন। ইউরোপের দেশ মাল্টার একটি ক্লাব গতি দানবকে ২ বছরের জন্য পেশাদার ফুটবল খেলার প্রস্তাব দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। ভালেট্টা এফসি ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, বোল্টের সঙ্গে চুক্তি করে তারা ইতিহাস রচনা করতে চায়।
গত আগস্টে অস্ট্রেলিয়া পৌছানোর পর থেকেই ‘এ’ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে ট্রায়ালে রয়েছেন ৩২ বছর বয়সী বোল্ট। এই ট্রায়ালের মাধ্যমে পেশাদার ফুটবলার হবার শৈশবের স্বপ্ন পূরণ করতে চান গত বছর অ্যথলেটিস থেকে অবসর নেয়া বিশ্বের এই দ্রুততম মানব।
১০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডধারী বোল্ট ইতোমধ্যে পেশাদার ফুটবলে দুই গোলের মালিক বনে গেছেন। গত শুক্রবার সিডনিতে ক্লাবের মৌসুমপূর্ব ম্যাচে দ্বিতীয় বিভাগের ক্লাব ম্যাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই এমন মাইল ফলকে পৌঁছে যান বোল্ট।
মাল্টার ক্লাব ভালেট্টা এফসি জানিয়েছে, তারা একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা প্রস্তুত করেছে, যেখানে আসন্ন কাপ ফাইনালে অংশগ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ক্লাবের প্রধান নির্বাহী ঘাস্টন স্লিমেন বলেছেন, বোল্টের এই অন্তর্ভুক্তি হবে ‘একটি ইতিহাসের রচনা।’
অস্ট্রেলিয় ব্রডকাস্টিং কর্পোরেশনকে ঘাস্টন স্লিমেন বলেন, ‘২০০৮ সালের বেইজিং অলিম্পিকে রেকর্ড ভেঙ্গেছেন বোল্ট। গত দেড় বছর ধরে আমি তাকে অনুসরণ করছি, তার ফুটবল যাত্রা পর্যবেক্ষণ করছি। আগামী ১৩ ডিসেম্বর আমরা সুপার কাপের ফাইনালে খেলব। যেখানে আমরা জয়ের আশা করছি। আপনি কি ভাবতে পারছেন বেইজিং অলিম্পিকের রেকর্ড ভাঙ্গার ১০ বছর পর উসাইন বোল্ট সুপার কাপের ট্রফি উচিয়ে ধরার দৃশ্যটি কেমন হবে? এখানে টাকা বড় কথা নয়। এটি একটি ইতিহাসের বিষয়। এটি এমন একটি বিষয়, যা ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত আলোচনায় থাকবে।’