বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
“কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব” এই প্রতিপাদ্য সামনে নিয়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বড়াইগ্রামে পালিত হল বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুর নিধন অভিযান। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ থেকে র্যালি শুরু হয়ে বনপাড়া বাজারে ঘুরে উপজেলা মিলনায়তনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তে কৃষি সম্পসারণ অধিদপ্তর বড়াইগ্রাম কর্তৃক আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মখলেছ আল-আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, মেয়র কেএম জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সমাজ সেবক আবুহেনা মোস্তাফা কামাল প্রমূখ।***
আব্দুল কাদের সজল