অাফিফ পেয়ার, বিশেষ প্রতিনিধি, ফটিকছড়ি, চট্টগ্রাম :-
উত্তর চট্টগ্রামের প্রথম ডিজিটাল শিক্ষা গ্রুপ ” গ্রিন এডুকেশন গ্রুপের” উদ্যোগে উত্তর চট্টগ্রামের প্রথম ডিজিটাল স্কুল ” গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হল রুমে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, লতিফা ছিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যাপক হাসান মেহেদি,
গ্রিন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান, সাংবাদিক ও মানবাধিকার কর্মি পেয়ার অাহমদ অাফিফের সভাপতিত্বে।
কর্মশালায় অংশ নেন গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অাকলিমা সুলতানা অাখি,
হেয়াকো গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কোহিনুর সুলতানা নাসরিন,
গ্রিন সাইন্টিফিক ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক অাল অামিন,
গ্রিন এডুকেশন গ্রুপের পরিচারক মো. শহিদুল্লাহ ইমরান,
হেয়াকো গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা পারভীন অাক্তার, গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রোকসানা অাকাতার, খাদিজা সুলতানা, নিলুপা অাক্তার, মো.রমজান অালী,তানিয়া অাক্তার প্রমুখ।