নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা’র সাথে লোহাগড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন (পিপিএম), উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুুল হান্নান রুনু, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির মফিজুল হক, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমীন প্রমুখ। নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘সকালের সহযোগিতা পেলে দূর্নীতি মুক্ত নড়াইল জেলা গড়ে তুলবেন।’ সভার শুরুতে লোহাগড়া উপজেলা প্রশাসন ও লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। শেষে, লোহাগড়ার এক শারিরীক প্রতিবন্ধি বিএসএস পড়–য়া শিক্ষার্থী রহিমা খানমকে ৩ হাজার টাকার চেক প্রদান করেন।