ঢাকা: পিরোজপুর জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শহীদ হোসেন সাহেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ আগস্ট) এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ হোসেন সাহেম পিরোজপুর জেলা বিএনপি এবং নাজিপুর থানা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা কোনো দিন ভুলবেন না। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম শহীদ হোসেন সাহেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।