ঢাকা: বুধবার (২৪ আগস্ট) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন খালেদা জিয়া। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং দলের অবস্থান নিয়ে কথা বলছেন বিএনপি প্রধান।
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।