নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদিজা আক্তার মিম(১৪) নামের এক স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়ার পক্রিয়া চলাকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চনপৌর ত্রিশকাহনীয়া এলাকার হারুন-অর রশিদের কণ্যা খাদিজা আক্তারকে ইছাপুরা এলাকার রবিন মিয়ার সাথে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল, কাঞ্চন এলাকার তমিজ উদ্দিন মাষ্টারের বাড়িতে।
কাঞ্চন-ভোলাব ফাড়ির উপ-পরিদর্শক(এসআই) খায়রুল ইসলাম জানান, খাদিজা আক্তার মিম “হাটাব ১৫নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে”র ৫ম শ্রেণীর ছাত্রী। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলামের নির্দেশে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। যেহেতু দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে, তাই খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হলেও বিয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়।