নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় সন্ত্রাস জঙ্গীবাদ মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকা ইউনিভাসিটি অ্যালামনাই এ্যাসোসিয়েশন এর উদ্যোগে তালা মহিলা ডিগ্রী কলেজে হলরুমে অনুষ্ঠিত হয়। তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক জাহিদুল ইসলাম,শুভেন্দু চক্রবর্ত্তী,গাজী আসাদুল জামান,ভবতোষ মন্ডল,সুতপা রাহা,হরেন্দ্র নাথ মন্ডল, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সমাজ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রুপ লিডার লিমা পাল,সদস্য রিপন বাছার,তন্ময় মন্ডল,জুয়েল হাসান,দেবব্রত বিশ্বাস ও তালা মহিলা কলেজের শিক্ষার্থীরা।