রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল গাফ্ফার (৩০) নামে এক মাদক ব্যবসায়ী
গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের
পুবেরগাঁও এলাকা থেকে ওই মাদক ব ̈বসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারক…ত
আব্দুল গাফ্ফার ওই এলাকার আতার উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ্লপরিদর্শক (এসআই) মাসুদ মিয়া জানান, আব্দুল গাফ্ফার
পুবেরগাঁওসহ আশ্লপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ট ̈াবলেটসহ বিভিন্ন
ধরনের মাদক বিμি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। দুপুরে গোপন
সংবাদের ভিত্তিত্বে ৩০ পিছ ইয়াবা ট ̈াবলেটসহ আব্দুল গাফ্ফারকে গ্রেফতার করা
হয়। এ ঘটনায় মাদক দধবে ̈ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে নারায়ণগঞ্জ
আদালতে পাঠানো হয়েছে।