রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের
লোকজন রুবেল সরকার (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে বলে
অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজলোর বধা২নখালী এলাকায় ঘটে এ ঘটনা।
যুবকের বাবা গিয়াসউদ্দিন জানান, বুধবার দুপুরে রুবেল সিকদার তার বাড়ির পাশ
দিয়ে হেটে যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ জবল হক, নেমল হক, কমল হক,
মামুন মিয়া, ইমরান, গোলেছা হাসনেরা, রাবেয়াসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অ ̄¿
শে ̄¿ স৩ি⁄৪ত হয়ে রুবেল সিকদারের পথরোধ করে। রুবেল সিকদার পথরোধ করার কারন
জিজ্ঞাসা করায় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে ̧রুতর জখম করে। ডাক চিৎকার শুনে আশ-
পাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রুবেল সিকদারকে আহত
অব ̄’ায় উদ্ধার করে উপজেলা স¦া ̄’ কমপ্লে∙ে ভর্তি করা হয়।
এ ব ̈াপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ
ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব ̈ব ̄’া নেওয়া হবে।