মোঃ ফরহাদ হোসেন স্টাফ রির্পোটার আশুলিয়া ঃ-
আশুলিয়ার নরসিংহপুর হাজীবাড়ী এলাকায় গতকাল দূপুরে মোঃ আমিরুল ইসলামের বাড়ীসহ আশপাশের প্রায় বেশ কয়েকটি বাড়ীঘর ভাঙচুর ও দোকানপাটে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ও নগদ প্রায় এক থেকে দেড় লক্ষ্য টাকা ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাড়ীর মালিক মোঃ আমিরুল ইসলাম।
স্থানীয় এলাকাবাসীরা জানান,মঙ্গলবার দূপুরে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,মোঃ স্বপন মাদবরের নেতৃত্বে দেশীয় অস্ত্র,লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ রুবেল,হাসানসহ অজ্ঞাত প্রায় ত্রিশজনের একটি সন্ত্রাসীদল কয়েকটি বাড়ীতে ঢুকে অতর্কিতে এই হামলা চালায়।
হামলায় বাড়ীর মালিক আমিরুল ইসলামসহ নারী ও শিশু মিলে প্রায় পনের জন আহত হন। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা আরো জানান,প্রায় একবছর আগে এই চক্রটি সম্পূর্ণ অবৈধ উপায়ে তিতাস গ্যাসের সংযোগ দেন প্রায় দুই থেকে তিনশত বাসা বাড়ীতে এবং প্রতি মাসে অবৈধ গ্যাস বিল বাবদ নিয়মিত চাঁদা আদায় করে থাকেন।সম্প্রতি গ্যাসের অবৈধ বিল বাবদ চাঁদা দিতে রাজী না হওয়ার কারনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর বিকেলে গুরুতর আহত মোঃ আমিরুল ইসলামের ছোট ভাই মোঃ শাহী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি অপারেশন মোঃ মনিরুল হক ডাবলু বলেন,তদন্ত সাপেক্ষে হামলা কারীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
দিন-দূপুরে এ ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে।
আশুলিয়া,ঢাকা।