মোঃশরীফ হোসেন,
চাদঁপুর জেলা প্রতিনি।
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক এসএম মিজানুর রহমানের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুরের পর কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে।
দুর্বৃত্তরা সাংবাদিকের ঘরের আলমিরাতে থাকা ক্যানন কোম্পানির একটি ক্যামেরা ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। এসএম মিজানুর রহমান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা ও স্থানীয় সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘটনার শিকার সাংবাদিক ও স্কুল শিক্ষক এসএম মিজানুর রহমান জানান, ‘বেলা একটায় তিনি পরিবার সদস্যসহ শ্বশুর বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যান। বিকাল সাড়ে চারটায় ফিরে এসে দেখেন, দরজার তালা, আলমিরা ও অন্যান্য আবাবপত্র ভাঙ্গা ও কাপড়-চোপড় তছনছ করা অবস্থায় আছে। পরে তিনি খুঁজে দেখেন, দুবৃত্তরা আলমিরার ভিতর থাকা ক্যামেরা ও নগদ ১৫ হাজার টাকা লুটে নিয়েছে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেছেন, এ ব্যপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।