মো: আব্দুর রহিম, মৌলভীকাজার জেলা প্রতিনিধ: মৌলভীবাজারের জুড়ীতে ধর্ষণের পর ফারজানা জান্নাত রিমা (১৫) নামের এক কিশোরীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
নিহত কিশোরী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত ফয়জুর রহমানের কন্যা। (২৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোরে জুড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায় এবং ডাক্তারের বরাত দিয়ে জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর সর্দার সন্ধার পর বাংলার প্রতিদিনকে জানান, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে এবং লাশের আলামত দেখে প্রাথমিক ভাবে নিশ্চিত যে ধর্ষণের পর শ্বাসরোধ করে কিশোরীকে হত্যা করা হয়েছে ।
তিনি আরো জানান, গত রাতের ২ টা থেকে ৫.৩০ এর ভিতরে কোন এক সময় ঘটনাটি ঘটেছি। পুলিশের দেওয়া তথ্য মতে আরো জানা যায় ভোর রাতে রিমার মা প্রাকৃতিক ডাকে সারা দিয়ে ঘু্ম থেকে উঠলে দেখেন রিমার গলায় উড়না পেছানো এসময় দুইজনকে ঘর থেকে বের হতে দেখেন তারা হচ্ছেন প্রতিবেশী দেলোয়ার এবং বড়লেখা উপজেলার বাবলু।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।