নিজস্ব প্রতিবেদক-হেলাল শেখঃ
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দিব্য ফ্যাশন’স এর মালিক রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী ও হাজার হাজার নারী ও পুরুষ শ্রমিক মিছিল ও মানবন্ধন করেছেন।
২৭ অক্টোবর ২০১৮ইং শনিবার সকাল ১০ টায় এক ঘন্টা ব্যাপি মানবন্ধন চলে। এ মানবন্ধনে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিপুসহ সাভার আশুলিয়া প্রায় শতাধিক সংবাদ কর্মী। এ সময় নিরপত্তায় ছিলেন অর্ধ-শতাধিক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্য। এ সময় উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন দিব্য ফ্যাশন’স লিঃ এর জি,এম মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, আমাদের শিল্প কারখানার মালিক রুবেলের বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহারসহ চাঁদাবাজ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এ ব্যাপারে মোঃ রবিউল ইসলামসহ এলাকার সর্বসাধারণ ও হাজার হাজার নারী ও পুরুষ শ্রমিকরা বলেন এখন কঠিন সময়ে এই মানবন্ধনে উপস্থিতি হয়েছি, যেসময় গার্মেন্টস সেক্টরে মজুরি বৃদ্ধি এবং রাজনীতি অস্থিরতা এবং বায়ারদের বিভিন্ন টালবাহানার মধ্যে দিয়ে আমাদের এই গার্মেন্টস সেক্টর চড়াই উতরাই করে পার করেছে তারি মধ্যে এক সন্ত্রসী বাহিনীর কালো থাবায় আমাদের দিব্য ফ্যাশন’স লিঃ এর মালিক রুবেল আহ্ম্মেদের কাছে একদল সন্ত্রাসী চাঁদা চায়, সেই দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে গত মঙ্গলবার তিনি এক মিথ্যা মামলার আসামী হয়েছেন। আমাদের সাধারণ শ্রমিক কর্মচারীদের ভবিষৎ কী হবে এই মামলার কারণে তা ভেবে আমরা আতঙ্কিত আছি বলে শ্রমিকরা জানান।
গত ২১/১০/২০১৮ ইং রবিবার রাতে সাবেক ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য সোহাগের নেতৃত্বে দিব্য ফাশন’স এর মালিক রুবেলের উপর হামলা করে এবং চাঁদা দাবি করেন বলে শ্রমিকরা জানান। এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য ইতিমধ্যেই রুবেল আহ্ম্মেদ আশুলিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছেন। শ্রমিকরা জানান, দুঃখের বিষয় হলো যে, সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজি করতে এসেছিল, তারাই আবার আমাদের কারখানার মালিক রুবেল দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরীতে নিবেদিত প্রাণ একজন সফল ব্যবসায়ী তার বিরুদ্ধে উল্টো একটি মামলা দিয়ে হয়রানী করছে ওই চাঁদাবাজরা এবং রুবেলকে প্রাণ নাশসহ বিভিন্ন হুমকি দিচ্ছে চাঁদাবাজরা আমরা শ্রমিকরা এর তীব্র নিন্দা জানাই এবং আমাদের কর্মসংস্থানের মালিক রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি।