রামগঞ্জে প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সিং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুৎতায়ন উদ্বোধন করেন। এ সময়ে ভিডিও কনফারেন্সিং সামনে সরকারী বেসরকারী,জনপ্রতিনিধি, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উৎসক জনতা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সিং প্রধান মন্ত্রীর বক্তব্য শেষে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে শতভাগ বিদ্যুতায়ন মোড়ক উম্মোচন করেন।
এ সময়ে সরকারের উন্নয়ন,নৌকার ভোট ছেয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ রেজাউল করীম, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন,ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সুরাইয়া,বিদ্যুতের পরিচালক খালেদ পারভীন সহ প্রমূখ।