শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান পশ্চিম ব্রজেরহাটি ফুটবল ক্লাব মাঠ প্রাঙ্গনে ২রা নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহ করেন, নিমতলী জনকল্যাণ সমিতি ও মজিদপুর দয়হাটা ফুটবল ক্লাব। ১-০ গোলে নিমতলী বিজয়ই হয়েছে। ব্রজেরহাটি ফুটবল ক্লাবের যুব কমিটির সভাপতি এইচ.এম. নজরুল ইসলাম(টিটু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উদ্ধোধক ছিলেন, ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লত্বদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম. সোরাব হোসেন, বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ফজলুল করিম মাষ্টার, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ, মুন্সীগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার আলহাজ্ব আলী আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পদিক পবিত্র চন্দ্র ঘোষ, বীরতারা ইউনিয়নের যুবলীগের সভাপতি প্রদীপ মেম্বার, ব্রজেরহাটি ফুটবল ক্লাবের সভাপতি গকুল চন্দ্র দাস,এইচ.এম. আলীম মাহমুদ রকি,তফছির আল বাহার, মোঃ মুরাদ হোসেন প্রমুখ।