হেলাল শেখ, ঢাকা ঃ
রাজধানীর ভাটারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক লাখ টাকা জরিমানা
করেছেন। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ/পণ্য বিক্রি, পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধের
দায়ে দুইটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে।
সোমবার বাজার তদারকিমূলক এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন ঢাকা
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল। তিনি জানান, ভোক্তা অধিকার
সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও৩৭ ধারায় (মেয়াদোত্তীর্ণ ওষুধ/পণ্য ও মূল্য না থাকায়) জিনিয়াস
সুপার শপ ও টিটি ফার্মাকে আইন লংঘনের অপরাধে এক একজনের ৫০ হাজার টাকা করে মোট
এক লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত তদারকি কাজে নিরাপত্তায় ছিলেন থানা পুলিশ ও এপিবিএন-
১১ এর সদস্যগন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা জেলার প্রায় প্রতিটি এলাকায় ভেজাল ও
নি¤œমানের খাদ্যপণ্য তৈরি-বিক্রি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এসব খাদ্যপণ্য ও
জীবন রক্ষাকারী ওষুধ খাওয়ার পর মানুষের রোগ বাড়ছে। এর কারণে জাতীয় ভোক্তা অধিদপ্তরের
কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন দাবি করেন ওই কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল।