গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের
পশ্চিম ফলিয়া (পুলবন্দী) গ্রামের রিক্সা চালক আল আমিনের ছেলে পাপ্পু মিয়া
ওরফে আরমান (১৫) কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, ২২ আগষ্ট সোমবার সকালে প্রতিদিনের ন্যায় আরমান জেলা
শহরের পুরাতন বাজারে আফছার মিয়ার ভাতের হোষ্টেলে মেছিয়ার হিসেবে
কাজের জন্য আসে। এরপর সে আর বাড়িতে ফিরে যায় না। সে বাড়িতে না
যাওয়ায় তার বাবা-মা বিভিন্ন আত্মীয়-স্বজন, আরমানের বন্ধুবান্ধবসহ সব
জায়গায় খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এসময় তার
পরণে ছিল কালো রংয়ের গেঞ্জি ও ফুলপ্যান্ট। এদিকে আরমানকে খুঁজে না
পেয়ে তার হতদরিদ্র বাবা আল আমিন ও মা পোশাগী বেগম ছেলেকে না
মৃত্যুর পথে বসেছে। কোন সহৃদয় ব্যক্তি যদি তাকে খুঁজে পান তাহলে
পুরাতন বাজারে ভাতের হোষ্টেলে (০১৯২২-২৭৯৭২৬) নম্বরে যোগাযোগ করতে
অনুরোধ জানানো যাচ্ছে।গাইবান্ধায় পাপ্পু ওরফে আরমান নামে ১৫
বছরের কিশোর নিখোঁজ
গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের
পশ্চিম ফলিয়া (পুলবন্দী) গ্রামের রিক্সা চালক আল আমিনের ছেলে পাপ্পু মিয়া
ওরফে আরমান (১৫) কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, ২২ আগষ্ট সোমবার সকালে প্রতিদিনের ন্যায় আরমান জেলা
শহরের পুরাতন বাজারে আফছার মিয়ার ভাতের হোষ্টেলে মেছিয়ার হিসেবে
কাজের জন্য আসে। এরপর সে আর বাড়িতে ফিরে যায় না। সে বাড়িতে না
যাওয়ায় তার বাবা-মা বিভিন্ন আত্মীয়-স্বজন, আরমানের বন্ধুবান্ধবসহ সব
জায়গায় খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এসময় তার
পরণে ছিল কালো রংয়ের গেঞ্জি ও ফুলপ্যান্ট। এদিকে আরমানকে খুঁজে না
পেয়ে তার হতদরিদ্র বাবা আল আমিন ও মা পোশাগী বেগম ছেলেকে না
মৃত্যুর পথে বসেছে। কোন সহৃদয় ব্যক্তি যদি তাকে খুঁজে পান তাহলে
পুরাতন বাজারে ভাতের হোষ্টেলে (০১৯২২-২৭৯৭২৬) নম্বরে যোগাযোগ করতে
অনুরোধ জানানো যাচ্ছে।