মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি :
যশোর বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২শত ৮৬ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তবে এই সময় কোন পাচারকারী কে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর১৮ )ভোর ৫ টার সময়ে সাদীপুর গলাচিপা পোষ্ট থেকে ফেন্সিডিল গুলো জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সুত্রে সংবাদ পান একটি মাদকের চালান সাদীপুর ভারতে সীমান্তে গলাচিপা পোষ্ট দিয়ে প্রবেশ করবে, এ সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান এর নেতৃত্বে টহল দলের সেখানে অভিযানে ২৮৬ বোতল উদ্ধার করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেন।