অনলাইন ডেস্কঃ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা তিন মামলায় ৩৮ জনের পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা তিনটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজন কুমার তালুকদার, শেখ মো. জসিম উদ্দিন ও কাজী আশরাফুল হক আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের পক্ষে খন্দকার মাহবুব হোসেনসহ একাধিক আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩৮ জনকে পাঁচদিন করে রিমান্ড এবং ২৭ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আনিসুর রহমান জানান, রিমান্ডকৃত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রদল নেতা মনোজ সরকার, নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ছাত্রদল নেতা ফাহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মশিউর রহমান, ছাত্রদল নেতা উৎপল সরকার, সুফিয়ান, জাকির হোসেন, হানিফ উদ্দিন ওরফে রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রদল নেতা মাহবুব মিয়া, আনিসুর রহমান, ছাত্রদলের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতিকুর রহমান তালুকদার, মাইনুল হাসান মোহন, আনোয়ারুল হক, মোহাম্মদ সুরুজ মণ্ডলসহ ৩৮ জন।
জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ হওয়া আসামিরা হলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারুন অর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাহারুল আলম বাহার, আলমগীর হোসেন, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি হোসেন আহম্মদ, তারিকুল ইসলাম, বালিয়াকান্দার যুবদলের সহসভাপতি আরিফুজ্জামান, খায়রুল কবির কাজল, মুসা আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক, এস এম নাজমুল হোসেন, মাসুদ রানা, কে এম তারিকুল ইসলাম আরিফ, জাহাঙ্গীর হোসেন ওরফে শামীম, রকিব আল মান্নান,সাইফুল আলম গজনবী চয়ন, ছাত্রদল নেতা মো. মোখসেদ আলম জুয়েল , নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বাবু, জামায়াতে ইসলামীর কর্মী জাহিদুল ইসলাম মামুন, ছাত্রদল নেতা রুবেল বেপারী, নাগরপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির, ঢাকা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লিপু, দারুস সালাম থানার ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. ইকবাল হোসেন স্বপন, চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানা থানার কাদেরগাঁও ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিলানী তালুকদার , কাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন মজুমদার ও মো. সোহাগ।
নথি থেকে জানা যায় মনোনয়নপত্র সংগ্রহের সময় গতকাল বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় বুধবার রাতে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় পৃথক তিনটি মামলা করে।