সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এস.আর আবাসিক হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে নতুন ব্রীজ এলাকার এস.আর হোটেলের ৩ তলায় স্টোর রুমে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পানি-বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনর্চাজ জামাল উদ্দিন শাহীন বাংলার প্রতিদিনকে জানান, এস.আর হোটেলের ৩ তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুন পাশের আরেকটি বেড রুমে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের আনার আগেই স্টোর রুম ও বেড রুম পুড়ে যায়।
হোটেল মালিক সাদিকুর রহমান বাংলার প্রতিদিনকে জানান, সিগারেটের আগুন থেকে স্টোর রুমের লেপ-তোশকে আগুন ধরছে বলে ধারণা করা হচ্ছে।
এতে ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন বাংলার প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।