বিনোদন ডেস্ক; জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রেডিওর অতিথি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করছেন।আসছে বড়দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উৎসব সূচি। এরই অংশ হিসেবে এর সম্পাদকের চেয়ারে জোলিকে বসানো হচ্ছে। জানিয়েছেন বিবিসির রেডিও ও সঙ্গীত বিভাগের পরিচালক বব শেনান।জানা গেছে, বিবিসি রেডিও ‘টুডে’ অনুষ্ঠানটির সম্পাদনা করবেন জোলি। এদিকে নতুন দায়িত্ব পেয়ে জোলি নিজেও উচ্ছ্বসিত। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাস্তব সমাধান খুঁজতে বিবিসির দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে অনুষ্ঠানটির জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছেন জোলি। ‘টুডে’ অনুষ্ঠানের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি।
বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিসি রেডিওর উৎসব। চলবে ১ জানুয়ারি পর্যন্ত।দর্শকনন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি ইভান’ সিনেমায় হাতির চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ‘মেলফিসেন্ট টু’ (২০২০) ও ‘কাম অ্যাওয়ে’ ছবিতে কাজ করছেন তিনি।