একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ৬ আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হলেও কোন কোন কেন্দ্রে ব্যবহার করা হবে তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আসনগুলো শহর অঞ্চলে হবে। ইসি সচিব বলেন, নির্বাচনী কেন্দ্রগুলো বাছাই করা হবে দ্বৈবচয়নের মাধ্যমে। ২৮ নভেম্বর কোন কোন কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা জানানো হবে। প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।
r