তামীম আদনান,কুষ্টিয়া ॥ কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ার সেনের চাতাল এলাকায় বালি বোঝাই ট্রাকের চাপায় এস আই মাসুদ(৪৮) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
আজ রোববার বিকেল ৪টার দিকে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে।
মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সরকারী কাজে কুষ্টিয়া মডেল থানার এসআই মাসুদ সদর উপজেলার ভাদালিয়া যাচ্ছিল এ সময় একই দিকে যাওয়া বালি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের পিচনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান। তিনি কুষ্টিয়া মডেল থানায় দীর্ঘ দিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও চালক এবং হেল্পারকে আটক করেছে।