তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি ঃ সমবায়-ই শক্তি,সমবায়-ই মুক্তি,”সমবায় ভিত্তিক
সমাজ গড়ি,টেকসই উন্নয়ন নিশ্চিত করি”এই ¯েøাগানকে সামনে রেখে সারাদেশের
ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি
উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে জাতীয়ও সমবায় পতাকা
উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ,আলোচনা সভা,সফল সমবায়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা
প্রদক্ষিণ করে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে উপজেলার
আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার
মির্জা ফারজানা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঘোড়াশাল পৌর মৈয়র শরীফুল হক । এ সময় অন্যন্যের মধ্য উপস্থিত
থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান
নাছিমা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মো.আমিরুল ইসলাম, সমবায়ী
আরাফাত হোসেন, মোস্তাফিজুর রহমানের,ইকবাল হোসেন ভূইয়া,সকালের সময় পত্রিকার
সাংবাদিক সাইফুল ইসলাম(প্রমূখ)।
সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন তার স্বাগত বক্তৃতায় বলেন,বর্তমান সরকার
সমবায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় পলাশ উপজেলায়
সমবায় বিভাগের ৮৫ টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। সমবায় সমিতি গুলোর মোট
সদস্য সংখ্যা ২৭৭০০জন। সমিতি গুলোর সংগ্রহিত শেয়ার মূলধনের পরিমান প্রায় ১
কোটি ৫৭ লক্ষ টাকা। গ্রহীত আমানতের পরিমান ২ কোটি ৯৬ লক্ষ টাকা। যা সমবায়দের
সম্পূর্ণ নিজস্ব মূলধন। এ মূলধন ব্যবহারের মাধ্যমে পলাশ উপজেলার হাজার-হাজার সমবায়
সদস্য প্রতক্ষ,ও প্ররোক্ষ ভাবে আত্মনির্ভরশীল হতে পেরেছে। ও কর্মসংস্থানের সুযোগ
হয়েছে। যা পলাশ উপজেলার নিন্ম মধ্য বিত্ত পরিবারে ব্যপক অর্থনেতিক কর্মকান্ডের চাঞ্চল্য
সৃষ্টি করেছে। ২০১৬-২০১৭অর্থ বছর সমবায় সমিতি হতে অডিট ফি ভাবৎ ৭২ হাজার ৭শত
৪০ টাকা এবং সি.ডি.এফ ফি ভাবৎ ৯৭ হাজার ৪শত ৬৯ টাকা সরকারি কোষাগারে জমা
দেওয়া হয়েছে। যা সরকারের রাজস্ব আদায়ে লক্ষমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
আলোচনা সভা শেষে এ বছর,অতিথি,সফল সমবায় সমিতি,সফল সমবায়ীদের বিভিন্ন
ক্যাটাগড়িতে সম্মাননা সরুপ ত্রেস্ট বিতরণ করা হয়। সফল সমবায় ও সমবায়ীরা হলেন,বড়ি
বাড়ী কো-অপারেটিভ,গোপী রায়ের পাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ,মুক্তি
সঞ্চয় সমবায় সমিতি লি:,সফল সমবায়ীরা হলেন, আল-আরাফাহ্ধসঢ়; ইসলামী কো-অপারেটিভ
লি:সোসাইটির সম্পাদক এমএ হানিফ ভূইয়া,দক্ষিণ দেওড়া এসো দেশগড়ি সঞ্চয় সমবায়
সমিতির সহ-সভাপতি,আমির হোসেন,কাটাবের কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
রঞ্জন চন্দ ।