সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি।। নাগেশ্বরী পল্লী
বিদ্যুৎ সমিতিরি অ-গভীর সেচ লাইন সংযোগে ব্যাপক দূর্নীতি ও
অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন
অভিযোগ করেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ সমিতির
পরিদর্শক মোঃ মামুন-উর-রশিদ অনিয়মতান্ত্রিক পন্থায় পল্লী বিদ্যুৎ
সমিতির নীতিমালা অমান্য করে ম্যানেজ হয়ে একই পোলে একাধিক
সেচ সংযোগ দিয়েছে। জানা গেছে একটি সেচ সংযোগ হইতে
কমপক্ষে ৭৫০ ফিট দুরত্বে লাইন সংযোগ দেয়ার বিধান থাকিলেও
সেখানে মাত্র ২০০ ফিটের মধ্যে নতুন লাইনের সংযোগ দেয়া হয়েছে।
যাহা পল্লী বিদ্যুৎ সমিতির বিধি বহিভূত। এ ব্যাপারে গত ১৩ নভেম্বর
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দের ভাটি দিগদারী গ্রামের মৃত জেয়াদ্দি
মামুদ এর পূত্র মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে জেনারেল ম্যানেজার পল্লী
বিদ্যুৎ সমিতি নাগেশ্বরী ও কুড়িগ্রামে লিখিত অভিযোগ করেছে।
কিন্তু দীর্ঘদিন পরেও এর সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয় ভোগডাঙ্গা ইউনিয়নের টেংনার ভিটা গ্রামেও একই ধরনের
একাধিক সেচ সংযোগ দেয়ার অভিযোগ রয়েছে।